মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭

আমি কিরে আর পাবো ক্ষমা

করছো কেন মন বড়াই মিছে
সবকিছু'তেই নিজের ভেবে।
নিজের মন একবার চিনো'না
ভবের মোহ আর'তো রবে'না।।

আসবার কালে আসছি একা
যাইবার কালেও যাবো একা।
কিসের বড়াই করছো'রে মন
কিছুই তোমার হবে না আপন।।

মিথ্যে মায়ায় রইলাম পড়ে
আপন মনকে আঁড়াল করে।
জাত বেজাতের দোহাই দিয়া
মানুষকে মানুষ না ভাবিয়া।।

অহংকারে রইল বিবেক হারা
চোখেই দেখো অন্তরে কভু না।
বোধ বিচারে মারছিলাম তালা
বাহির দেখেই রই আত্ম ভুলা।।

ভেদ বিচ্ছেদ এর জাল বুনিতে
ভাবি সেরা আমি সবার থেকে।
সকাল দুপুর সন্ধ্যায় করি প্রার্থনা
আমি কিরে আর পাবো ক্ষমা!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন