ওগো সুর সুন্দরী তুমি
সুরের দেশের রাণী।।
উদাস করে আমাকে
সুরের দেশে নিয়ে যাও।।
ওগো সুর সুন্দরী তুমি।
পদ্ম কলি ওচোখের তারায়
লক্ষ কোটি সুরের ধারা।
তোমার চাঁদমুখ দেখে ধরায়
দিয়ে যায় মনে প্রেমের ছোঁয়া।।
প্রেমের স্বর্গ জানি তোমার মায়া
আমার সুর জাগানিয়া ভূমি।
ওগো সুর সুন্দরী তুমি।
কথায় ছন্দ ঝরে চলায় সুর
পরশে তোমার সব দুঃখই দূর।
সুখের আবেশে ভরে হৃদয় ঘর
দিয়ে যায় আমাকে সুরের খবর।।
দেখে দেখে ওই মুখ লক্ষ্য বছর
জানি কাটিয়ে দেবো যে আমি
ওগো সুর সুন্দরী তুমি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন