মঙ্গলবার, ১৪ মার্চ, ২০১৭

আমি যে অভাগা

আমারে নি লইয়া যাইবা
তোমার নাওয়ে তুইলা, মাঝি
আমি যে অভাগা।
আর কতকাল রইবো বলো
পারের আসায় বইয়া, মাঝি
আমি কড়ি ছাড়া। 

সকাল গেলো দুপুর গেলো
সন্ধ্যা বুঝি সামনে আইলো।
কত জনেই পার হইলো
আমারে না কেউ নিলো।
কান্দি এখন ঘাটে আমি
একা একা বইয়া, মাঝি
আমি কড়ি ছাড়া।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন