মনের অমৃত রূপ ভালোবাসা স্বর্গীয় প্রেমে,
সুখস্বপ্ন ছায়া রূপেই বিচরণ মন থেকে মনে;
বড় কাঙ্ক্ষিত পাওয়া জোরে কভু না মিলে,
আত্মার আত্মীয় পাবে কেবলই ভালোবেসে।
ভালোবাসা! কারো আশা কারবা রয় দুরাশা,
কারো স্বপ্ন কারবা স্বপ্ন ভাঙার কঠিন খেলা;
কষ্টের ঢেউ চেপে বুকে হাসি মুখেই পথচলা,
শ্রাবণ চোখে প্রেম তুলিতে স্বপ্নের ছবি আঁকা।
ভালোবাসা এক অদৃশ্য বন্ধন হৃদয়ের সাথে,
শত কষ্ট শত বেদনায় এই বাঁধন নাহি টুটে;
ঝড়ঝাপটা কভু না ডরে রাখে প্রেম অন্তরে,
তাই তো পুড়ে মানুষের হৃদয় প্রেম আগুনে।
পুড়ে পুড়ে নাকি খাঁটি হয় প্রেম ভালোবাসা,
নিঃশেষ পরিণামে প্রেমই একটু বাঁচার আশা;
হৃদয় পোড়ায়ে প্রেমের নামে দুঃখকে পোষা;
দুঃখের সাগরে সুখ নামক বেলায় ভেসে চলা।
ভালোবেসে সুখ! হয়েছিল কি কোন কালে!!
সুখের আশায় ভালোবেসে অন্তর শুধুই পুড়ে,
সামান্য সুখ কিছু যদিও থাকে কষ্টের ভাঁজে;
এ'বড় কষ্ট সাধন দুঃখ জীবনের বাঁকে বাঁকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন