সোমবার, ৬ মার্চ, ২০১৭

ধিকিধিকি অন্তর জ্বলে

আমার বুকের ভিতরে, অন্দর কঠোরে,
ভালোবেসে রেখেছি যাকে,
হৃদয় খুলিয়া বিছানা করিয়া
রাখিয়াছি যতন করে।।
আজ বিরহের আগুনে, একাকী গোপনে
দিবানিশি অন্তর শুধু জ্বলে...
জ্বলে শুধু অন্তর জ্বলে
           ও মিনতি
ধিকিধিকি অন্তর জ্বলে।।

তোমাকে আমি ভালোবাসি
আমার অন্তর দিয়ে,
জীবন মরণে তোমাতেই আমি
রয়ে যাবো মিশে।।
আজ মনের বাসরে, তোমারি কারণে
অন্তর আমার কেঁদে মরে...
জ্বলে শুধু অন্তর জ্বলে
          ও মিনতি
ধিকিধিকি অন্তর জ্বলে।।

চন্দ্র তারা বনের লতা
সাক্ষী করে তুমি,
আমার চোখে চোখ রাখিয়া
বলতে তোমারি আমি।।
আজ ভুলিয়া সে কথা, অন্যের ঘরে গেলা
ভাবতেই চোখ দুটি জলে ভরে....
জ্বলে শুধু অন্তর জ্বলে
           ও মিনতি
ধিকিধিকি অন্তর জ্বলে।।
আমার বুকের......ঐ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন