বন্ধু তোমার কষ্ট গুলো
খরস্রোতা নদীর মতো,
ভাঙছে দুকূল ভাসছে আমার
হৃদয়ের ভূমি।।
তুষের আগুন বুকের ভিতর
চক্ষু জলে হয় না শীতল।।
মনের যতো স্বপ্ন আশা
সবি গেলো ভাসি।।
কত দিনের কত স্মৃতি
জমা আমার বুকে,
একবারও কি হয়'না তোমার
পাষাণ ওই মনে।।
ভাসি আমি চোখের জলে
নিত্যদিনি তোমায় ভেবে।।
মরণ ছাড়া কষ্ট আমার
শেষ হবে না জানি।।
দুঃখী যারা এই জীবনে
আমিই সবার সেরা,
লাভ কি বলো বেঁচে থেকে
বন্ধু তুমি ছাড়া।।
ওই দুটি হাত রেখে হাতে
বলেছিলে থাকবে সাথে।।
সব কিছুই কেমন করে
ভুলে গেলে তুমি।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন